July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো, মৃতের সংখ্যা ১০৭৪

দেশ জুড়ে করোনা সংক্রমণের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৬৭ জনের। ফলে দেশে করোনায় মোট মৃত্যু হল ১০৭৪ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এ দেশে ২৩ হাজার ৬৫১ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন। তবে উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, গুজরাত ও দিল্লির পরিস্থিতি। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৯ হাজার ৯১৫। মৃত্যু হয়েছে ৪৩২ জনের। তার পরেই ৪ হাজার ৮২ জন করোনা আক্রান্ত ধরা পড়েছে গুজরাতে। সেখানে মারা গিয়েছেন ১৯৭ জন। দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৩৯ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের। মধ্যপ্রদেশে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫৬১ জন। সেখানে মৃত্যু হয়েছে ১২৯ জনের। এ রাজ্যে করোনায় আক্রান্ত ৭৫৮ জন। মৃত্যু হয়েছে ২২ জনের। নবান্ন অবশ্য বুধবার জানিয়েছে রাজ্যে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৫৫০ জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জনের। তবে এতকিছুর মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর এই যে, দেশে ৮ হাজারের বেশি মানুষ সুস্থও হয়ে উঠেছেন।