March 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

দেশে করোনায় মৃত্যুর রেকর্ড, আক্রান্ত ৪০ হাজার ছুঁই ছুঁই

দিন দিন দেশে জটিল হচ্ছে করোনা পরিস্থিতি। রিবিবার ফের ভারতে এই মারণ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা রেকর্ড করল। এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫০০র বেশি। পাশাপাশি নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ২৬৪৪ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৯৮০ অর্থাৎ দেশে কোভিড-১৯ পজেটিভের সংখ্যা ৪০ হাজারের দোরগোড়ায় দাঁড়িয়েম যা যথেষ্ট উদ্বেগের কারন স্বাস্থ্য মন্ত্রকের কাছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৩ জনের। এই বৃদ্ধিতে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ১৩০০-র গণ্ডি। রবিবার সকাল পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ১৩০১ জনের। এই মৃতদের মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মৃতের সংখ্যা ৫০১। ২৬২ জন মারা গিয়েছেন গুজরাতে। মধ্যপ্রদেশে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫১ জন। দেশে আর কোনও রাজ্যে অবশ্য শতাধিক মৃত্যু নেই। রাজস্থানে মৃত ৩৫, দিল্লিতে ৬৪।