করোনা ভাইরাস যেভাবে গোটা বিশ্বে মহামারি সৃষ্টি করেছে তাতে বন্ধ হয়ে গিয়েছে দৈনন্দিন কার্যত জীবন | এমন পরিস্থিতি এর আগে দেখেনি বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় | দেশে এই পরিস্থিতিতে আইপিএল আয়োজন করা হবে কিনা সে বিষয়ে তিনি জানান, এখন গোটা বিশ্বে আগামী সপ্তাহে আরো কত মানুষ মারা যেতে পারে তা অবিশ্বাস্য বলে মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় | পাশাপাশি তিনি জানান, এই পরিস্থিতিতে গৃহবন্দী থাকতে হবে সকল দেশবাসীকে | ধৈর্য হারা হলে চলবে না | এই পরিস্থিতিতে গোটা বিশ্বের বন্ধ রয়েছে সমস্ত স্পোর্টস ইভেন্ট | সেইমতো আইপিএল নিয়ে এই মুহূর্তে ভাবছেন না তিনি | তবে এই পরিস্থিতিতে ক্রিকেটারদের জীবনের কথা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিসিসিআই সভাপতি |
চলতি বছর 29 মার্চ আইপিএল শুরু হবার কথা ছিল | কিন্তু তা পিছিয়ে 15 এপ্রিল দিন ঠিক করা হয় | এরপর লকডাউন এর জেরে তাও পিছিয়ে যায় | এরপর ফের লকডাউন এর সময়সীমা বাড়ায় আইপিএল কবে হবে তা নিয়ে নিশ্চিত কিছুই জানা যায়নি | তবে জানা গেছে, আইপিএল নিয়ে আগামী সোমবার বিসিসিআই এর বাকি সদস্যদের সঙ্গে বৈঠক করবেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় |