October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দেশি পিস্তল ও কার্তুজসহ গ্রেফতার ৪

মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (বাগদা) : শনিবার রাতে উত্তর ২৪ পরগণার বাগদা থানার কুরুলিয়া এলাকা থেকে চার যুবককে দেশি পিস্তল, কার্তুজ, সাইকেল চেইন, ভোজালি ও রড সহ গ্রেফতার করে বাগদা থানা পুলিশ। ধৃতদের নাম তাপস বিশ্বাস (৩৩) , সুমন দাস (২৬) , জনেক সরকার ও তপন দাস (৩২)। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।