September 27, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

দেশবাসির জন্য বড় ঘোষনা প্রধান মন্ত্রীর,২১ দিন দেশ জুড়ে লক ডাউনের ঘোষনা

করোনা নিয়ে দেশ জুড়ে ত্রাহি ত্রাহি রব। আর তার জেরেই মঙ্গলবার রাত ৮ নাগাদ এক বড় ঘোষনা করলেন দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। এই দিন সমগ্র দেশ বাসির জন্য তিনি বার্তা দেন, এই করোনা ভাইরাস সংক্রমনকে আটকাতেই হবে।আর তাই আজ রাত ১২ টার পর দেশজুড়ে লকডাউনের মতো বড় ঘোষনা করলেন প্রধান মন্ত্রী। তিনি আরো বলেন এই ২১ দিন সমগ্র দেশবাসিকে ঘরের বাইরে না বেরোনোর বার্তা দিলেন।

উল্লেখ্য গত রবিবার করোনা সচেতনতায় ‘জনতা কার্ফুর’ ঘোষনা করেছিলেন প্রধান মন্ত্রী। আর সেই কার্ফুতে সমগ্র দেশবাসির যে সচেতনতা দেখতে পাওয়া যায় তাতে আপ্লুত দেশের প্রধান মন্ত্রী। এদিন তিনি তার বক্তবে দেশবাসির উদ্দ্যেশে বার্তা দেন, চিন,ইরানের মতো তাবড় তাবড় দেশ করোনার প্রভাবে যে ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে তা সত্যিই আতঙ্কের ও দুখেরও। তবে তারা ঘর থেকে না বেড়িয়ে এই মারন ভাইরাসকে কিছুটা হলেও প্রতিহত করতে পারছে। তাই তাদের দেখে শিক্ষা নিয়ে সমগ্র দেশবাসিকে ঘরে থাকার জন্য বার্তাদেন।

এরসঙ্গে তিনি আরো বলেন,যারা এই করোনা মহামারির বিষয়কে গুরুত্ব দিচ্ছেন না,তারাও যেন এই বিষয়টি এবার গুরুত্বের চোখে দেখেন।কারন তার মতে, এই ২১ দিনের লকডাউন সচেতনতার সঙ্গে যদি না মানা হয়,তাহলে ভারত ২১ বছর পিছিয়ে যাবে। তাই এই করোনা মহামারি মোকাবিলায় সমগ্র দেশ জুড়ে আজ রাত ১২ পর থেকে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষনা করেন।