September 23, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

দেবের সঙ্গে বড় পর্দায় অভিনয় করতে চলেছেন মিঠাই

ছোট পর্দার মিঠাই এবার অভিনয় করতে চলেছেন বড় পর্দায় | আর তার বিপরীতে দেখা যাবে টলিউড সুপার স্টার দেবকে | সম্প্রতি মধ্যপ্রদেশে গিয়ে শুটিং করছেন দেব | ছবির নাম দুর্গ রহস্য ।

প্রজাপতির পর এবার পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে হাত মিলিয়ে ছবি করছেন দেব | সেই ছবিতেই দেবের বিপরীতে দেখা যাবে মিঠাই কে | ছবির নাম “প্রধান” । টলিপাড়া এই খবর আস্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে | সৌমিতৃষা জানিয়েছেন, “এই ছবির অফার পেয়ে আমি খুব খুশি | স্কুলে পড়ার সময় দেব দার ছবি দেখতাম | নায়িকাদের মত আমিও সুন্দর লোকেশন এ নাচ-গান করতে চাইতাম দেবদার সঙ্গে | দেবদার সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা সত্যিই বড় ব্যাপার” |