September 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দূরদর্শনের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়া স্থগিত, বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের

দেশে করোনা ভাইরাসের থাবায় মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই বন্ধ হয়ে গিয়েছে সমস্ত স্কুল। তাতে অবশ্য ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের বেশ কিছুটা সমস্যা হবে বলে মনে করেছেন অনেকেই। পাশাপাশি সম্প্রতি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীদের পাস করিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার৷কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ রাজ্য সরকারের “বাংলার শিক্ষা” পোর্টালে ইমেল বা হোয়াটসঅ্যাপ বা ফোন করে ভার্চুয়াল ক্লাসে যেকোন প্রশ্ন করতে পারবে পড়ুয়ারা৷ তার জন্য দেওয়া হয় একটি হেল্পলাইন নম্বর৷নম্বরটি হলো 1800 103 7033৷
শুক্রবার এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত দূরদর্শনে বিভিন্ন বিষয়ে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস এ শিক্ষকরা৷কিন্তু বর্তমানে ওই ক্লাস স্থগিত করা হল বলে ফের জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷তিনি জানান ,অভিভাবক ও শিক্ষকেরা যে সময় চাইছেন, তা সামঞ্জস্য না হওয়ার কারনে দূরদর্শনের মাধ্যমে ক্লাস নেওয়ার বিষয়টা আপাতত স্থগিত রাখা হল৷এর আগে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত পড়ুয়াকে পাস করিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সিবিএসই বোর্ড এবার সেই পথেই হাঁটল রাজ্য সরকার৷