দেশে করোনা ভাইরাসের থাবায় মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই বন্ধ হয়ে গিয়েছে সমস্ত স্কুল। তাতে অবশ্য ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের বেশ কিছুটা সমস্যা হবে বলে মনে করেছেন অনেকেই। পাশাপাশি সম্প্রতি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্র-ছাত্রীদের পাস করিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার৷কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ রাজ্য সরকারের “বাংলার শিক্ষা” পোর্টালে ইমেল বা হোয়াটসঅ্যাপ বা ফোন করে ভার্চুয়াল ক্লাসে যেকোন প্রশ্ন করতে পারবে পড়ুয়ারা৷ তার জন্য দেওয়া হয় একটি হেল্পলাইন নম্বর৷নম্বরটি হলো 1800 103 7033৷
শুক্রবার এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত দূরদর্শনে বিভিন্ন বিষয়ে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস এ শিক্ষকরা৷কিন্তু বর্তমানে ওই ক্লাস স্থগিত করা হল বলে ফের জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷তিনি জানান ,অভিভাবক ও শিক্ষকেরা যে সময় চাইছেন, তা সামঞ্জস্য না হওয়ার কারনে দূরদর্শনের মাধ্যমে ক্লাস নেওয়ার বিষয়টা আপাতত স্থগিত রাখা হল৷এর আগে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত পড়ুয়াকে পাস করিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সিবিএসই বোর্ড এবার সেই পথেই হাঁটল রাজ্য সরকার৷