সারা দেশ জুড়ে করোনা ভাইরাসের গ্রাসে আতঙ্কিত দেশবাসী। এই সময় করোনা ভাইরাসের মোকাবিলায় সারা দেশ জুড়ে লকডাউন থাকায় বেশ সমস্যায় পড়েছেন কিছু মানুষ। এবার এই সকল মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন সমাজসেবী রুপক রায়। কর্মহীন অসহায় মানুষের পাশে সমাজসেবীর রুপক রায় এর নেতৃত্বে ৭০০ জন অসহায় কর্মহীন দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
সমাজসেবী রূপক রায় বলেন, কর্মহীনতায় মানুষের মধ্যে চাল, আলু, সোয়াবিন ও সাবান বিতরণ করা হল। করোনা ভাইরাস কারনে লক ডাউন থাকায় এলাকার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদেরকে কিছু সাহায্য করা হল। এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাত মহন্ত, রাজা দাস, অভিজিতরায়, অনুপ রায়, উত্তম রায় সহ অন্যান্যরা।