করোনার জেরে জেরবার গোটা বিশ্ব। জারি হয়েছে দেশে লকডাউন। বিভিন্ন জায়গায় গরিব-দুস্তদের দেওয়া হচ্ছে চাল ও আলু। দুস্ত লোকেদেরকে এই ত্রাণ দেওয়াকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তাল গার্ডেনরিচ এলাকা। 135 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আখতারী শাহজাদা তার সাধ্যমত এলাকার দুস্থ লোকদেরকে ত্রাণ বিলি করছিল। উল্টোদিকে 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল এর বোন সাবা ইকবাল 134 নম্বর ওয়ার্ডের লোকেদের জন্য ত্রাণ বিলি করছিল। সাবা ইকবাল 135 নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে আসন্ন কর্পোরেশন ভোটে নির্দল হয়ে দাঁড়াবে। সেই নিয়েই দু’পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে বিবাদ চলছিল। শেষমেষ ত্রাণ দেওয়াকে কেন্দ্র করে এদিন রাত্রে বারোটা থেকে শুরু হয় দু’পক্ষের মধ্যে বোতল ছড়াছড়ি। অভিযোগ, বোমাবাজিও হয়। বেশ কয়েকজনকে হাতে বন্দুক নিয়ে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়
। ঘটনায় এখনো পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ। বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।