পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন সংগীতশিল্পী সৌমিত্র রায়। বর্তমানে বিধাননগর হাসপাতালে চিকিৎসাধীন তিনি। দূরঘর্টনাটি ঘটেছে সোমবার বিকেলে উইপ্রো মোড় সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, এদিন বিকেলে ইকো পার্কের দিক থেকে আসার সময় উইপ্রো মোড়ের কাছে সেতুতে উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে জনপ্রিয় সংগীত শিল্পীর গাড়িটি। এরপর ছিটকে গিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা দেয় তাঁর গাড়িটি। গুরুতর আহত হন সংগীত শিল্পী। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় বিধাননগর থানার পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই সেখানেই চিকিৎসা শুরু হয়েছে ওই শিল্পীর। তাঁর বুকে ও পায়ে গুরুতর চোট লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে বলে খবর।