দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। ট্রেনের ভিতর আটকে থাকার আশঙ্খা দুজনের। চলছে উদ্ধার কাজ। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, রবিবার ভোরে মধ্যপ্রদেশের সিনগ্রাউলির কাছে। সূত্রের খবর, এদিন উত্তরপ্রদেশের রিহান্দনগরের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের জন্য একটি ট্রেন কয়লা বোঝাই করে রওনা দিয়েছিল। অন্য মালবাহী ট্রেনটি খালি ফিরছিল। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে লাইনচ্যুত হয়ে উলটে যায় দুটি ট্রেনেরই একাধিক কামরা। ঘটনাটি স্থানীয়দের নজরে আসা মাত্রই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় NTPC-এর একটি দল ও পুলিশ। চলছে উদ্ধার কাজ। লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলট ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্খা করা হচ্ছে। জানা গিয়েছে, আপাতত ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা।