দুর্ঘটনাবশত গুলি চলে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগণার শ্যামনগরে। ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্রের খবর মঙ্গলবার সকালে শ্যামনগর ফিডার রোডের এলআইসি অফিসের নিচে ক্যাশ ভ্যানের সিকিউরিটি গার্ডের হাত থেকে বন্দুক পড়ে গিয়ে আচমকাই গুলি চলে যায়। গুলিটি কারোর গায়ে না লেগে ছিটকে গিয়ে লাগে এলআইসি অফিসের দোতালায় থাকা একটি সাইনবোর্ডে। তবে আহতের কোন খবর নাই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জগদ্দল থানার পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে এলআইসি অফিসের আধিকারিকের কাছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।