সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত হয়ে গেল বাড়ির একাংশ। ঘটনাটি ঘটেছে, দুর্গাপুরের ধান্ডাবাগের একটি বাড়িতে। সূত্রের খবর, ওই এলাকার পেশায় খাবার বিক্রেতা সুবল পাল নামে এক ব্যক্তির বাড়িতে সকালে আচমকাই আগুন লেগে যায়। তাঁর বেনাচিতি বাজারে একটি তেলেভাজার দোকান আছে। তাই প্রতিদিনের মতোই এদিন সকালেও রান্নাঘরে খাবার তৈরির কাজ চলছিল। আচমকাই রান্নাঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। খবর দেওয়া হয় দমকলে। এরপর প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। জানা গিয়েছে, ওই ব্যক্তির একটি বাইক ও সাইকেল সঙ্গে দশ হাজার টাকা, বহু গুরুত্বপূর্ণ নথিপত্রও ভস্মীভূত হয়েছে। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল সুত্রে খবর, গ্যাস ওভেনের পাইপ লিক করেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। সেই আগুন ঘরের মধ্যে একটি সোফা থেকে ছড়িয়ে পড়ে। তারপর তা বাইকের পেট্রলের সংস্পর্শে এসে ভয়াবহ আকার নেয়। বিস্ফোরণে আগুনের তীব্রতা এতটাই ছিল যে সুবলবাবুর ঘরের ছাদ উড়ে যায় তাতে। এই দুর্ঘটনার জেরে অসহায় হয়ে পড়েছেন তিনি।