নিজস্ব সংবাদদাতা,মালদাঃ পবিত্র ঈদের দিন দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক শিশু ও মহিলাসহ ৬ জন। ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের দুর্গা মোড় এলাকায়, মালদা রতুয়া রাজ্য সড়কে। গুরুতর জখম অবস্থায় ৬ জনকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে একটি শিশুকে নিয়ে স্বামী স্ত্রী ইংরেজ বাজারের যদুপুর এলাকা থেকে মোটর বাইকে চেপে বুধিয়া এলাকায় যাচ্ছিল। উল্টো দিক দিয়ে একটি বাইকে তিনজন যুবক মালদা শহরের দিকে ঢুকছিল। তিন যুবকের মাথায় ছিলনা হেলমেট বলে জানা গিয়েছে। দুর্গা মোড় এলাকায় হঠাৎ দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে। দুর্ঘটনায় গুরুতর জখম হন ৬ জন। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ইংরেজবাজার থানার পুলিশ দুটি মোটরবাইক উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।