September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দুই সোনা পাচারকারীকে গ্রেপ্তার করল বেলুড় রেল পুলিশ

সোমবার আন্তর্জাতিক দুই সোনা পাচারকারীকে গ্রেপ্তার করল বেলুড় রেল পুলিশ। সূত্রের খবর, উত্তরবঙ্গগামী কোনও ট্রেনে অসম যাওয়ার জন্যই বেলুড় স্টেশনে বসে পাচারের ছক করছিল। সেই সময় ট্রেনের অপেক্ষায় থাকার সময় নানা ছক ও বহু টাকা হাত বদলের সময় প্রত্যক্ষদর্শীদের সন্দেহ হয়। ফলে এই খবর গিয়ে পৌছায় বেলুড় রেল পুলিশের কাছে।

এরপর রাতে অন্ধকারে পুলিশি অভিযানের কথা ঘুণাক্ষরে টের পায়নি দুই পাচারকারী। ফলে পুলিশের হাতে ধরা পড়ে যায় সহজেই। তাদের ব্যাগে থাকা ৬৫ লক্ষ ২৬ হাজার টাকা আটক করে পুলিশ। উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে না পারায় পুলিশের জেরায় তারা সোনা পাচারের কথা কবুল করে।

জানা গিয়েছে, ধৃত সাহেবরাভ বালাসো হরকার মহারাষ্ট্রের বাসিন্দা ও শুভম আধিগ্রাব মেটকারি মধ্যপ্রদেশের বাসিন্দা। ধৃতরা পুলিশি জেরায় জানিয়েছে, মায়ানমার, বাংলাদেশ হয়ে বিদেশ থেকে সোনা পাচারকারীদের সঙ্গে তাদের যোগ রয়েছে।