নিজস্ব প্রতিনিধিঃ সময় যতই এগোচ্ছে ততই দাপট বাড়াচ্ছে করোনা ভাইরাস। বিশ্বে ৩৫ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত। মৃতের সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ছাড়িয়েছে। ভারতের সংখ্যাও বাড়াচ্ছে উদ্বেগ। আক্রান্ত ৪২,৫৩৩। মৃত্যু হয়েছে ১৩৭৩ জনের। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণকে জব্দ করতে ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, করোনা মোকাবিলায় রাজ্যকে সাহায্য করতে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে কলকাতায়। প্রতিনিধি দলে থাকছেন ডাক্তার মধুমিতা দুবে ও ডাক্তার লীনা বন্দোপাধ্যায়। এই প্রতিনিধি দল শুধু কলকাতাতেই থাকবেন। বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখবেন তারা। মূলত দেশে যেসব শহরে করোনা হার বেশি সেই সমস্ত শহরে যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।