উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ডাক বাংলা অবস্তিত অনন্য থিয়েটারের নিজস্ব অফিস থেকে কালিয়াগঞ্জ ব্লকের দুঃস্থ লোকশিল্পীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় অনন্য থিয়েটারের পক্ষে দাসিয়ার চিমাইচন্ডী মুখোশ নাচের দলের শিল্পী, খন গানের শিল্পী, ভাওয়াইয়া,বাউল সঙ্গীত শিল্পী, মুখোশ তৈরীর শিল্পী, এছাড়াও কালিয়াগঞ্জ শহরের দুঃস্থ শিল্পী এবং দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হলো ত্রাণ সামগ্রী। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মানুষ আজ গৃহ বন্দী। এই সঙ্কটময় অবস্থায় কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের উদ্যোগে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের ত্রাণ তহবিলে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়।রাজ্য সরকারের চেক তুলে দেওয়া হয় কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপতি কার্তিক চন্দ্র পালের হাতে। শুধু সাংস্কৃতিক কর্মই নয় এই দল সামাজিক বিপর্যয়ে বারবার সামিল হয়েছে।
এলাকার এবং পার্শ্ববর্তী গ্রামের লোকশিল্পীদের হাতে তুলে দিয়েছে ত্রাণ সামগ্রী। শুধু তাই নয় নিজেদের দলের যে সকল নাট্যকর্মীদের রুজিরোজগার সম্পূর্ণ বন্ধ তাদেরও আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দলের পরিকল্পনা রয়েছে দলের পনের জন নাট্যকর্মী, এলাকার দুঃস্থ লোকশিল্পী ছাড়াও দুঃস্থ মানুষের পাশে আগামী দিন গুলোতেও থাকবে যতদিন না এই সঙ্কট কাটে। দলের যে সকল সদস্যদের আর্থিক সামর্থ্য রয়েছে তাদের আর্থিক সাহায্যেই চলছে এবং আগামীতেও চলবে এই কর্মযজ্ঞ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্য থিয়েটারের সম্পাদক বিভু ভুষন সাহা সদস্য রঞ্জন মোদক, সায়েন দাস, সান্তানু বনিক সহ অনান্য।