October 12, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী ও মাস্ক তুলে মানবতার নজির নন্দীগ্রামে

দেশ জুড়ে করোনা আক্রমণের থাবায় মানুষ যখন বিপন্ন তখন গৃহবন্দি মানুষের ত্রাণ নিয়ে এগিয়ে এলেন নন্দীগ্রাম-২ ব্লকের সমাজসেবী প্রতিষ্ঠান দক্ষিণ পুকুরিয়া সোনালী সংঘ ও পাঠাগার সমিতির সদস্যরা। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ২০ টি সংসদের মোট এক হাজার পরিবারকে এলাকার করোনার আতঙ্কিত গৃহবন্দি দুস্থ পরিবারের মানুষ জনকে আপৎকালীন ত্রাণ হিসাবে মুড়ি, বাতাসা, মাক্স, স্যানিটাইজার তুলে দিলেন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের সমাজ সেবী প্রতিষ্ঠানে দক্ষিণ ঘোল পুকুর সোনালী সংঘ ও পাঠাগার।

সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা মোকাবিলায় সবাইকে সংঘের পক্ষ থেকে সতর্ক ভাবে এক যোগে আরও উদ্যোগ গ্রহণের বার্তা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতির জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরিতোষ জানা, এছাড়া উপস্থিত ছিলেন বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হরিপদ মান্না, দক্ষিণ ঘোল পুকুরিয়া সোনালী সংঘের সভাপতি দেব প্রসাদ মাইতি, সম্পাদক অশোক কুমার দাস সহ সকল পরিচালক মণ্ডলী সদস্য, সদস্যা বৃন্দ।