দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বেঁধেছেন সৌরভ গাঙ্গুলি। এরই মধ্যে একধিক কর্মসূচীর মাধ্যমে তিনি পাশে থেকেছেন সাধারন মানুষের। এমনকি রাজ্যের প্রয়োজন হলে ইডেনের মাঠ সহ খেলয়ারদের ড্রেসিং রূম ও ডরমেটরিতে কয়ারেন্টাইন ক্যাম্প তৈরি করার প্রস্তাব দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। প্রতিশ্রুতি মতো লক ডাউন পরিস্থিতিতেও বেলুড় মঠে গিয়ে ২০০০ কেজি চাল দান করেছেন দাদা।
আর এবার ইস্কন মন্দির কমিটির দিকে সাহায্যের হাত বাড়ালেন মহারাজ। শনিবার সকালে নিজে ইস্কন মন্দিরে হাজির হয়ে মন্দির কর্তৃপক্ষের হাতে খাদ্য সামগ্রী ও চাল ডাল দান করেন সৌরভ। প্রসঙ্গত লক ডাউন পরিস্থিতিতে সমাজের দুঃস্থ ও পথবাসী লোকজন দের দুবেলা খাবার দিচ্ছে ইস্কন সংস্থা। আর এই কাজে এবার তাদের পাশে দাঁড়ালেন মহারাজ।