করোনা ভাইরাস সংক্রমণের মোকাবিলায় লকডাউন বিপর্যস্ত পরিস্থিতিতে ঘরবন্দী গরীব দরীদ্র অসহায় পরিবার রয়েছে, এবার তাদের পাশে দাঁড়ালো মালদা দক্ষিন কৃষ্ণপল্লি এলাকার ঋষি অরবিন্দ ক্লাবের সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে এদিন সমাজের দিন আনা দিন খাওয়া পরিবারের হাতে চাল ডাল আলু তেল সব্জি সহ বিভিন্ন খাদ্যসামগ্রি তুলে দেওয়া হয়।
লকডাউন হওয়ার ফলে এখানকার বহু মানুষের রোজগার বন্ধ হয়ে গেছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছেনা। পরিবার গুলো চরম সংকটের মধ্যে পড়েছে কাজ বন্ধ হয়র যাওয়ায়। তাই ক্লাবের উদ্যোগে প্রায় ৫০ টি পরিবারের হাতে ত্রাণ বন্টন তুলে দেওয়া হল। এমনটাই জানালেন ক্লাবের এক সদস্য।