মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (বনগাঁ): করোনা ভাইরাসের জেরে গোটা দেশ জুড়ে লকডাউন চলছে। দীর্ঘ দিন ধরে লকডাউন থাকায় বেশ সমস্যায় পরছে সাধারন মানুষ। বনগাঁ দক্ষিণের বিধায়ক সুরজিৎ বিশ্বাসের উদ্যোগে লকডাউনে বিপন্ন মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হল। মঙ্গলবার প্রায় ৬০০ মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এর আগেও বিধায়ক নিজের এলাকায় ত্রাণ বিলি করেন। বনগাঁ দক্ষিণের বিধায়ক সুরজিৎ বিশ্বাস বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামত যেমন একজন মানুষকেও অন্নের অভাবে মরতে দেওয়া যাবে না, তেমনি আমি আমার এলাকাতে একজনকেও অনাহারে মরতে দেব না।”