যতদিন লক ডাউন ওরা ততদিন পথে থাকবে। না নিজেদের জন্য নয়, দুঃস্থ পথ বাসিন্দাদের খাদ্যের সংস্থান করতে। সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের খাদ্যের সংস্থান করছে নানা স্বেচ্ছাসেবী সংস্থা। সেই তালিকায় নয়া সংযোজন জাতীয়তাবাদী হিন্দু যুব গোষ্ঠী। উত্তর ২৪ পরগনার সোদপুর স্টেশন সংলগ্ন কলোনি এলাকা ও খড়দহ রামকৃষ্ণ পল্লী এলাকায় প্রতিদিন প্রায় ১৫০ দুঃস্থ ও আর্থিক ভাবে পিছিয়ে পরা মানুষদের পেট ভরানোর ব্যবস্থা করছে জাতীয়তাবাদী হিন্দু যুব গোষ্ঠী। যাদের রান্নার জায়গা আছে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে চাল ডাল আলু ডিম। আর যারা ভবঘুরে, রাস্তার ধারে থাকেন, আবার যারা ভিক্ষুক, সেই সব লোকজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।