March 1, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দীর্ঘদিন বাড়ি যেতে না পেরে, অবসাদে আত্মহত্যার চেষ্টা এক যুবকের

লকডাউনের কারনে দীর্ঘদিন বাড়ি যেতে না পেরে অবসাদে বালুরঘাট থানার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করল এক যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছরায় এলাকায়। জানা গিয়েছে,ওই যুবকের বাড়ি দক্ষিণ 24 পরগনা মগরাহাট এলাকার । কিন্তু কর্মসূএে ওই যুবক দক্ষিণ দিনাজপুরে থাকতেন। সেখানে মার্কেটিং এর কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দেশজুড়ে লকডাউন শুরু হয়ে যাওয়ায় যুবকটি দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন বলেও জানা যায়। তার বন্ধুরা জানিয়েছেন, এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে। মঙ্গলবার ওই যুবক এবং তার বন্ধুরা বালুর ঘাট থানা থেকে বাড়ি যাওয়ার জন্য পুলিসের অনুমতি চাইতে আসলে লকডাউন থাকার কারণে পুলিশ অনুমতি দেয়নি। তারপরে ওই যুবক সবার অলক্ষ্যে বালুরঘাট থানার 4 তলায় গিয়ে আত্মহত্যা করবার জন্য ঝাঁপ দেয় বলে জানা যায়। এরপর পুলিশ যুবকটিকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবকের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে বলে সূত্র মারফত জানা গেছে।