সনাতন গরাই, পশ্চিম বর্ধমান:: কবি নীলকণ্ঠ দেবের স্মৃতি বিজড়িত ধবনী গ্রাম। এই গ্রামে বহু কবি, সাহিত্যিকের বসবাস। কবি নীলকণ্ঠ চ্যাটার্জীর ইচ্ছে ছিল ধবনী এলাকায় যাতে করে গড়ে উঠে বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিনের জট কাটিয়ে এলাকাবাসীদের প্রচেষ্টায় কবি জয়দেব বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হতে চলেছে। ফরিদপুর এলাকার পড়ুয়াদের ভরসা খাঁদরা বিশ্ববিদ্যালয় এবং দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ ও দুর্গাপুর গভমেন্ট কলেজ। ২০কিলোমিটার অতিক্রম করে তীব্র সমস্যার মধ্যে যেতে হয় ওই এলাকার পড়ুয়াদের কখনো সাইকেলে আবার কখনো বাসে। এবার মিটতে চলেছে সেই সব সম্যসা। সোমবার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পাণ্ডবেস্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের CEO নীতেন সিংহানিয়া। এদিন বিধায়ক জিতেন্দ্র তিওযারি জানান এলাকার মানুষের উদ্যোগ সত্যিয় প্রশংসনীয়।বিধায়ক তহবিল থেকে এবং রাজ্য সরকারের কাছে থেকেও যাতে করে বিশ্ববিদ্যালয় তৈরিতে সাহায্য আসে সেই ব্যবস্থাও করবেন।