September 13, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দীঘায় আত্মহত্যা করতে এসে পুলিশের হাতে পাকড়াও যুবক

সমুদ্র সৈকত দীঘায় আত্মহত্যা করতে এসে পুলিশের হাতে পাকড়াও যুবক। ঘটনাটি ঘটেছে, শনিবার গভীর রাত নাগাদ। পুলিশ সূত্রে খবর, এদিন দীঘা মোহনার কাছে সমুদ্রের জলে আত্মহত্যা করার চেষ্টা করে উলুবেড়িয়ার ওল্ড হসপিটাল এলাকার যুবক কৃষ্ণেন্দু ঘোষ। তার বয়স ২৮। বাবার নাম বিশ্বনাথ ঘোষ। ওই সময় ওখানে কিছু দূরে কর্মরত দীঘা মোহনা কোস্টাল থানার টিম এবং নিলুয়ারা তাকে ডুবে যেতে দেখলে তৎক্ষনাত তাঁরা ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাঁকে দীঘা স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। এবং দীঘা থানায় খবর দেয়। যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে যুবক তার আত্মহত্যার করার কথা স্বীকার করে। সেই সঙ্গে থানার পক্ষ থেকে তাদের পরিবারকে সমস্ত খবর জানান। পরিবারের লোকেরা তাকে বাড়ি নিয়ে যাবার জন্য রওনা হয়। বর্তমানে যুবকটি হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনাটি তদন্ত করে এস আই সঞ্জয় কুমার মাইতি এবং ডি এম সি পি এস। অর্থাৎ আরেকবার স্পষ্ট হয়ে গেল দীঘার সৈকত এলাকায় কর্মরত পুলিশ কর্মীরা তৎপর।