এবার দিল্লি সেনা হাসপাতালে আত্মঘাতী হলেন এক করোনা আক্রান্ত জওয়ান। সূত্রের খবর, মঙ্গলবার ভোরে পশ্চিম দিল্লির নরইনার সেনাবাহিনীর বেস হাসপাতালে একটি গাছ থেকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। জানা গিয়েছে, আত্মঘাতী ওই জাওয়ান মহারাষ্ট্রের বাসিন্দা। তার পোস্টিং ছিল রাজস্থানে। এর পাশাপাশি জানা গিয়েছে, তার ফুসফুসে ক্যান্সার হয়েছিল। এরপরই তার ধোলা কুয়ানে ভারতীয় সেনার রিসার্চ অ্যান্ড রেরাল হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তখনই লালা রস পরীক্ষায় জাওয়ানি শরীরে করোনা জীবাণু পাওয়া যায়। এরপরই তাকে ৫মে নরাইনার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপরই মঙ্গলবার ভোরে হাসপাতালে করানো ওয়ার্ডের পেছনের একটি গাছ থেকে তার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। যদিও তার কাছ থেকে কোন প্রকার সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, করোনা আক্রান্ত হওয়ার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।