উষ্ণায়নের পৃথিবীতে পথে বেরনো যাবে না। বেরলেই মৃত্যু অবশ্যম্ভাবী! এমন আশঙ্কাই তৈরি হচ্ছে ২৯ মে বুধবার দিল্লির (Delhi) তাপমাত্র দেখার পর। পারদ চড়েছে ৫২.৩ ডিগ্রিতে। যা দেশের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। তবে কিনা ভয়ংকর রেকর্ডের পরেই সদয় হয়েছে প্রকৃতি। স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানীতে। এর মধ্যেই জানা গিয়েছে পৃথিবীর সর্বোচ্চ তাপামাত্রা থেকে মাত্র ৪.৪ ডিগ্রি পিছনে রয়েছে দিল্লি। রাজধানীর দূষণের দিকে তাকিয়ে বিশেষজ্ঞদের ধারণা, অদূর ভবিষ্যতে নাম্বার ওয়ান হবেই দিল্লি।
মৌসম ভবন জানিয়েছে, বুধবার দুপুর আড়াইটে নাগাদ উত্তর-পশ্চিম দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২.৩ ডিগ্রি। অর্থাৎ ডেথ ভ্যালির তুলনায় রাজধানীর তাপমাত্রা ছিল মাত্র ৪.৪ ডিগ্রি কম। তবে কিনা আপাতত পারদ চড়ার সম্ভাবনা নেই। দেশের সর্বকালীন রেকর্ড গড়েই বৃষ্টি নেমেছে দিল্লিতে। তেষ্টায় বুকফাটা চাতক পাখির মতো যার অপেক্ষায় ছিল দিল্লিবাসী।
More Stories
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান Strand life science
মুম্বাইতে আজ উন্মোচন হল জিও ওয়ার্ল্ড প্লাজা
বিষিয়েছে বাতাস! রাজধানীতে নিশ্বাস নেওয়াই দুষ্কর