January 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল মহিলা অধ্যাপককে

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় দিনেদুপুরে প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়া হল অধ্যাপিকাকে। ঘটনাটি ঘটেছে, সোমবার সকালে মহারাষ্ট্রের ওয়ারধা এলাকায়। অভিজুক্তের নাম ভিকি। গুরুতর জখম অবস্থায় অগ্নিদগ্ধ মহিলাকে ওয়ারধার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, এদিন হিনগাঁও ঘাট এলাকার তুলাসকার কলেজের অধ্যাপিকা বাস থেকে নামা মাত্রই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাইক থেকে পেট্রোল বের করে ওই অধ্যাপিকার গায়ে ছুঁড়ে দেয়। তারপরই আগুন ধরিয়ে দিয়ে চম্পট দেয় অভিযুক্ত। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা কোনওরকমে আগুন নিভিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই অধ্যাপিকাকে প্রেম-প্রস্তাব দিচ্ছিল অভিজুক্ত যুবক। কিন্তু কিছুতেই তাতে সাড়া দিচ্ছিলেন না অধ্যাপিকা। তারপরও বারবার মহিলাকে বিরক্ত করতে পিছপা হয়নি সে। তাতেও কোনও লাভ হয়নি। শেষপর্যন্ত প্রেমে ‘ব্যর্থ’ হয়ে অধ্যাপিকাকে জীবন্ত জ্বালিয়ে দিল সে। অভিজুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। অধ্যাপিকার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে।