দিনে দুপুরে চুরির ঘটনা এবার খোদ কলকাতার রিজেন্ট পার্কে। বুধবার বেলার দিকে কলকাতার এক আডভোকেটের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। জানা গিয়েছে প্রায় ২৫ হাজার টাকা ও ৪ লক্ষ টাকার গহনা চুরি যায়। এরপর ঘটনার খবর পেয়ে, ঘটনাস্থলে আসে রিজেন্ট থানার পুলিশ। জানা গিয়েছে, ওই দিন দুপুরে আধ ঘন্টার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই আডভোকেটের স্ত্রী। ওই সময় বাড়ির তালা ভেঙে সমস্ত জিনিস চুরি করে নেয় চোর। মাএ আধ ঘণ্টা সময়ের মধ্যেই পুরো আলমারি ফাঁকা করে ফেলে চোরেরা। দিনে দুপুরে এমন চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।