দল বদল করে বেকায়দায় পরলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বিজেপিতে যোগ দেওয়ার পরই সিন্ধিয়ার বিরুদ্ধে পুরানো জালিয়াতির অভিযোগ আনল মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। জানা গিয়েছে, ভুয়ো নথি দিয়ে জমি বিক্রি করেছিলেন জ্যোতিরাদিত্য ও তাঁর পরিবার, ২০১৪ সালে এমন অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। পুরোন মামলা চালু করে জ্যোতিরাদিত্যকে কাবু করতে মাঠে নেমেছে কংগ্রেস। সূএের খবর, ‘২০০৯ সালে সুরেন্দ্র শ্রীবাস্তবের সঙ্গে সিন্ধিয়া পরিবারের জমি বিক্রি সংক্রান্ত একটি চুক্তি হয়। জমির ভুয়ো রেজিস্ট্রি সার্টিফিকেটও দাখিল করেছিল বলে অভিযোগ। সুরেন্দ্র শ্রীবাস্তবের দায়ের করা অভিযোগের তথ্য নতুন করে যাচাই করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন জ্যোতিরাদিত্য ঘনিষ্ঠ পঙ্কজ চতুর্বেদী।