November 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

দমদমে মানুষকে সচেতন করতে রাস্তায় নামলেন চিকিৎসকরা

করোনার কবল থেকে বাঁচতে ২১ দিনের গৃহবন্দি হতে বলেছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন জায়গায় মাইকিং করে মানুষকে সচেতনাতার বার্তা দেওয়া হয়েছে। এবার করোনা সতর্কতায় রাস্তায় নেমে মাইকিং করলেন রাজ্যসভার সংসদ ডাক্তার শান্তনু সেঁর। তার নেতৃত্বে 7 জন চিকিৎসক মিলে দমদম সেভেন ট্যাংক সহ বিভিন্ন বাজার এলাকা ঘুরে মানুষকে সচেতন করলেন এবং মানুষকে বোঝালেন। নিজস্ব ডিসটেন্স বজায় রেখে বাজার করুন অযথা বাজারে ভিড় করবেন না, রাস্তায় বেরোলে মাক্স পড়ে রাস্তায় বের হন এমনই ভাবে সাধারণ মানুষকে সচেতন করলেন চিকিৎসকরা। লকডাউন ঘোষণা হওয়ার পরেও এখনো পর্যন্ত বহু সংখ্যক মানুষ রাস্তায় নেমে যাচ্ছে। কারণ অজুহাত দেখিয়ে সেই সমস্ত মানুষকে সচেতন করার দায়িত্ব চিকিৎসকরাই পালন করছেন।