করোনা ভাইরাস প্রতিরোধ করতে ভারত- বাংলাদেশ সীমান্তে জেলা প্রশাসনের ব্যবস্থ্যা খতিয়ে দেখতে মালদার পর দক্ষিন দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করলেন রাজ্য পুলিশের ডিজি। সঙ্গে ছিলেন রাজ্য সরকারের সিকিউরিটি এডভাইসার সুরজিত কর পুরকায়স্থ। দক্ষিন দিনাজপুর জেলার কুশুমন্ডি ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত সাথীমারি ক্যাম্প, দিয়া পাড়া ক্যাম্প ও পদমাকুড়ি ক্যাম্পের সীমান্ত এলাকাগুলি পরিদর্শন করেন তাঁরা।
এই পরিদর্শন চলাকালিন সাথে ছিলেন দক্ষিন দিনাজপুরের জেলা শাসক নিখিল নির্মল, অতিরিক্ত জেলা শাসক ( ডিএল আর) প্রনব ঘোষ সহ অনান্য জেলা প্রশাসনিক আধিকারিকরা এছাড়াও মালদা ও দুই দিনাজপুরের পুলিশের ডি আই জি প্রসুন বন্দোপাধ্যায় ও জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।