করোনা ভাইরাস সংক্রমণ রুখতে সরকারের নির্দেশে সারা রাজ্যব্যাপী শুরু হয়েছে লকডাউন। কিন্তু তা সত্ত্বেও বহু অসচেতন মানুষকে সরকারি নির্দেশ অমান্য করে পথে বেরিয়ে জমায়েত করতে দেখা যায় গত দুদিন ধরে।
আর এবার লকডাউন অমান্যকারী মানুষজনদের শায়েস্তা করতে পথে নামলেল গঙ্গারামপুরের মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথ এবং মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ।
পাশাপাশি এদিন সন্ধ্যায় শহরের এর বেশ কিছু এলাকায় জমায়েতের অভিযোগ পেতেই কড়া ব্যবস্থা গ্রহণ করে পুলিশ প্রশাসন, বুনিয়াদপুর হাটখোলা এলাকায় বেশ কিছু জায়গায় লকডউন অমান্যকারীদের লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে, এছাড়াও বন্ধ করে দেওয়া হয় বেশ কিছু দোকানপাট ।
এছাড়াও এদিন বিকেলে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বুনিয়াদপুরের একমাত্র হাটখোলা বাজার অন্যত্র স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিল বুনিয়াদপুর পৌরসভা।