সারা রাজ্য লকডাউন হলেও দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে অসচেতনতার ছবি ধরা পড়ল। সর্বত্র
বিশ্বজুড়ে মারণ করোনা ভাইরাস মহামারির আকার নিলেও দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে মানুষজনের মধ্যে সচেতনতার অভাব চোখে পড়ল যথেষ্টই। জেলার সদর শহর বালুরঘাট রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বৈকাল পাঁচটার পর লকডাউন হলেও, জনবহুল বুনিয়াদপুর পৌরসভার চিত্রটা এই দিন বিকেলে দেখা গেল ঠিক উল্টো আর পাঁচটা অন্যদিনের মতই বিকেলবেলায় বুনিয়াদপুর বাসস্ট্যান্ড সহ শহরের বিভিন্ন অংশে দোকানপাট মানুষের আনাগোনা এবং গাড়ি-ঘোড়ার চলাচল ছিল যথেষ্টই। পাশাপাশি এই দিন বুনিয়াদপুর পৌরসভার একমাত্র সরকারি রশিদপুর ব্লক প্রাথমিক হাসপাতালের চিত্রও ছিল ভয়ানক। এই দিন সচেতনতার কথা না ভেবেই হাজারে-হাজারে রোগী আউটডোর কাউন্টারে গাদাগাদি করে ভিড় জমালেন চিকিৎসার জন্য। এমনকি দেখা মিললো ভিন রাজ্য ফেরত বহু রোগীদের শুধুমাত্র থার্মোমিটার দিয়ে জ্বর পরীক্ষা করেই নিরুপায় ডাক্তারবাবুরা ক্লিনচিট দিতে বাধ্য হচ্ছেন। নেই কোন থার্মাল স্ক্যানিং মেশিন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে যুদ্ধকালীন তৎপরতায় উদ্যোগ গ্রহণ করলেও বংশীহারী ব্লকের রশিদপুর গ্রামীণ হাসপাতালে দৈনদশার ছবিই ধরা পরল এদিন। পাশাপাশি বংশীহারী ব্লকের মহাবারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাথরঘাটা এলাকায় স্বনির্ভর দলের মহিলাদের হ্যান্ড স্যানিটাইজার তৈরীর কেন্দ্রটিও সকাল থেকেই ছিল বন্ধ,বহু সাধারণ মানুষ এই দিন সুলভ মূল্যে হ্যান্ড স্যানিটাইজার কিনতে এসে নিরুপায় হয়ে ফেরত যান।