আজ উত্তরবঙ্গে তিনটি জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা | তবে দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির সম্ভাবনা | আজ সকাল থেকেই আকাশ ঝলমলে, মাঝেমধ্যে মেঘের দেখা মিলেছে । কিন্তু বৃষ্টির সম্ভাবনা আর নেই আজ । শুক্রবার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কিছু জায়গায |
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি জারি থাকবে | তবে উত্তরবঙ্গে আরো কমবে তাপমাত্রা | আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে | আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে | দু এক পশলা বৃষ্টি হবে কোথাও কোথাও |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 28 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 89 শতাংশ |
More Stories
আর জি কর দুর্নীতিতেও টাকা সরানোর হয়েছে! বিস্ফোরক দাবী করলেন ইডি
পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে
সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে একাধিক জেলায়