দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি জারি থাকবে | তবে উত্তরবঙ্গে আরো কমবে তাপমাত্রা | আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে | আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে | দু এক পশলা বৃষ্টি হবে কোথাও কোথাও |
দক্ষিণবঙ্গে আগামী ৭২ ঘন্টা তীব্র ঘর্মাক্ত অস্বস্তি নিয়েই থাকবে | অর্থাৎ বৃষ্টি ঘাটতি দক্ষিণবঙ্গে | আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, গত কয়েক দিন উত্তরবঙ্গের অতিবৃষ্টি হলেও বর্তমানে কিছুটা কম হবে বৃষ্টি | উত্তরবঙ্গের পার্বত্য পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে | এর পরই বৃষ্টি ফিরবে দক্ষিণের জেলাগুলিতে ।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 28 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 89 শতাংশ |
More Stories
অভিষেকের সুর এবার দেবের গলায়
টানা গরমের পর শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি
বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়েছে