গোটা দেশজুড়ে চলছে চতুর্থ দফায় লকডাউন। দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসের জেরে লকডাউন রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রীতেও। শত চেষ্টা করেও কোনো ভাবেই করোনা ভাইরাসের প্রকোপ কমানো যাচ্ছে না। তবে দীর্ঘদিন ধরে লকডাউন থাকায় এবার বেশ আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে দেশের বহু মানুষ। সেই সকল মানুষের পাশে দাঁড়ালেন বলিউডের অন্যতম অভিনেতা অক্ষয় কুমার।
এর আগে তিনি করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দান করেছিলেন। পাশাপাশি মুম্বাই পুলিশ ফাউন্ডেশনে ২ কোটি টাকা অনুদান দেন তিনি। এবারও তিনি এগিয়ে এলেন থিয়েটার কলাকুশলীদের সাহায্যার্থে। সিনেমা জগতের পাশাপাশি থিয়েটারের কলাকুশলীদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তাদের জন্য ৪৫ লক্ষ টাকার অনুদান দিয়ে সাহায্য করেন তিনি। অভিনেতা অক্ষয় কুমারের এই উদ্যোগে তার সঙ্গে শামিল হন জাভেজ জাফরি। অক্ষয় কুমারের এই কার্যের প্রশংসা করে স্ত্রী টুইঙ্কল খান্না টুইট করেন, এই মানুষটির জন্য তিনি গর্ব অনুভব করেন।