কামারহাট এলাকায় ত্রাণবিলি কে ঘিরে দু ‘পক্ষের মধ্যে সংঘর্ষে উত্তেজন ছড়ায় এলাকায়। সূত্রের খবর, বেধড়ক প্রহারে গুরুতর আহত হয় এক যুবক। জানা গিয়েয়েছে, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। এলাকায় সোমবার রাতের অশান্তির রেশ রয়েছে আজও। ঘটনার প্রতিবাদে সকালে অভিযুক্তর গাড়ি ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে গেলে জনরোষের মুখে বলে তারা। অভিযোগ পুলিশকে লক্ষ্য চলে ইট বৃষ্টি। জানা গিয়েছে, হিংসাত্মক কার্যকলাপে রাষ্ট্রীয় কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। এরপাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।