তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে তাঁকে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে তিনি নত মস্তকে সবাইকে প্রণাম করেন। তারপরে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সব মিলিয়ে এদিন নরেন্দ্র মোদীর তৃতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় ১০ হাজার অতিথি।
পরপর তিন বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ছুঁলেন। প্রধানমন্ত্রীর শপথের পরে পরপর মন্ত্রীরা শপথ নেন। তবে নতুন এনডিএ সরকারে প্রতিনিধিত্ব ঠিক করতে নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডুর মতো নেতারা অমিত শাহ, রাজনাথ সিং এবং জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন। রেন্দ্র মোদী যেমন পরপর তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তিনি পরপর তিনবার বারাণসী থেকে নির্বাচিত হয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারত সরকারের আমন্ত্রণে অনেক আগেই দিল্লিতে এসেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট মইজ্জুর মতো প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা। শেখ হাসিনা ও মইজ্জু বসেছিলেন পাশাপাশি। ছিলেন শ্রীলঙ্কা, নেপাল, ভূটান, মরিসাসের রাষ্ট্রপ্রধানরাও।
More Stories
আর জি কর মামলা অন্য রাজ্যে স্থানান্তরের প্রস্তাব দিয়ে কড়া ধমক খেলেন বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি
অভয়ার বাবাকে ফোন করলেন খোদ অমিত শাহ
তিনটি হাতি খুঁজে পেল নতুন ঘর