সোমবার সকালে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠে নয়ারহাট এলাকা। লোকসভা নির্বাচনের সময় থেকেই রাজনৈতিক সংঘর্ষে বারবার রণক্ষেত্রের চেহারা নিয়েছে কোচবিহারের দিনহাটা এলাকা। সূত্রের খবর, পুরনো ক্ষোভের কারণেই এদিন ফের বচসায় জড়ায় দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি হুমায়ুন কবিরের দলের সদস্যরা। অভিযোগ, এদিন প্রথমে নয়ারহাট এলাকায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর করে উদয়ন গুহর অনুগামীরা। এরপরই ভাঙচুর চালানো হয় ৬টি মোটর বাইকে। আগুনও ধরিয়ে দেওয়া হয় বাইকগুলিতে। অভিযোগ, সেই সময়ই হুমায়ন কবিরের দলের সদস্যরা পালটা উদয়ন গুহ পন্থীদের লক্ষ্য করে গুলি চালায়। সংঘর্ষের খবর পেয়েই পরিস্থিতি আয়ত্বে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেও চলে ভাঙচুর তবে দীর্ঘক্ষণ পর ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। যদিও এ ঘটনা প্রসঙ্গে তৃণমূলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।