January 18, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

তৃণমূল কাউন্সিলর কে গুলি করার ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জ

তৃনমুল কাউন্সিলরকে গুলি করে পালালো দূস্কৃতীরা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের কান্তনগর এলাকায়। গুলিবিদ্ধ ওই কাউন্সিলরের নাম তপন দাস, বাড়ি রায়গঞ্জ শহরের তেলিপাড়া এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপার উত্তেজনা ছড়িয়ে পরে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর তপন দাস সোমবার সকালে রায়গঞ্জের কান্তোনগর এলাকায় কাজ দেখতে গিয়েছিলেন তিনি। সেই সময় একটি বাইকে করে দূস্কৃতীরা এসে তপনবাবুকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। প্রথমে তপনবাবুকে মাথায় লক্ষ্য গুলি চালালে তপনবাবুর পাশ দিয়ে গুলিটি চলে যায়। পরে ওই দূস্কৃতীরা পরে দ্বিতীয়গুলি তপনবাবুর বুকের নিচে লক্ষ্য করে চালায়। গুরুতর জখম অবস্থায় মাঠিতে পরে যায় তপনবাবু। তড়িঘড়ি তপনবাবুকে রায়গঞ্জ সুপার গর্ভামেন্ট মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।