
তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া ও মুখ্যমন্ত্রীর ছবি কেটে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা শান্তিনিকেতন থানার পুর পঞ্চায়েতের সুভাষ পল্লী এলাকার। সুভাষ পল্লীতে আনন্দময়ী ক্লাবের পাশে তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকদের অভিযোগ কেউ বা কারা শনিবার রাতের অন্ধকারে তাদের দলীয় পতাকা মাঠে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে ও মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে দিয়েছে। এই ঘটনায় এলাকায় সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। তৃণমূল এই বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার জন্য অভিযোগ করবে। অন্যদিকে বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে। তাদের দাবি দলীয় কার্যালয়ের সামনে এইভাবে পতাকা পুড়িয়ে দিল কেউ কিছু জানতে পারল না। এটা সম্পূর্ণ সাজানো ঘটনা। স্থানীয় যেসব বিজেপি কর্মী সমর্থক রয়েছে তাদের ওপর চাপ সৃষ্টি করতেই তৃণমূল ইচ্ছাকৃতভাবে এই নোংরা ঘটনা করেছে।
More Stories
বাড়ছে তাপমাত্রা, বাড়ছে অস্বস্তিকের গরম
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা