July 26, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

তীর্থস্থান থেকে ভ্রমণে ফেরা মালদার একটি দলকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হল

নিজস্ব প্রতিনিধি, মালদাঃ ‌দেশ সহ গোটা বিশ্বে এমন ভয়াবহ পরিস্থিতিতে মালদা জেলা থেকে ফেরা তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পর হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। আপাতত তাঁদের ১৪ দিন বাড়িতে থাকার কথা বলা হয়েছে। তীর্থযাত্রীদের দলটি যান উত্তর প্রদেশ ভ্রমণে। কাশি, বন্দাবন-‌সহ বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে যায়। চলতি মাসের ১১ তারিখ মালদা থেকে রওনা দেয়। সোমবার রাতে তারা মালদায় ফেরে। এদিকে আগে থেকে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে খবর এসে পৌঁছয়। তীর্থযাত্রীদের সঙ্গে যোগাযোগ করে তীর্থযাত্রীদের বাসটি সরাসরি মালদা মেডিক্যালে নিয়ে আসা হয়। একের পর এক তীর্থযাত্রীর থার্মাল স্ক্রিনিং হয়। পরে তাঁদের ছাড়া হয়। স্বাস্থ্য পরীক্ষার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ তপন হালদার বলেন, ‘‌কারোর তেমন কিছু দেখা যায় নি। ১৪ দিন আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছে। যদি জ্বর, সর্দি, কাশি দেখা যায়, নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।’‌