November 4, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

তীরে এসে তরি ডুবল ভারতের, অকল্যান্ডে দ্বিতীয় ম্যাচে জয় নিউজিল্যান্ডের

টি-২০ সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড। যারফলে অকল্যান্ডে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজ জিতে নিল কিউয়িরা। শনিবার সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে নিউজিল্যান্ড। প্রথম উইকেটের জুটিতেই ৯৩ রান তুলে নেয় কিউয়িরা। ১৪২ রানে পতন হয় দ্বিতীয় উইকেটের। তারপরই দুর্দান্ত কামব্যাক করে টিম ইন্ডিয়া। মাত্র ৫৫ রানের ব্যবধানে নিউজিল্যান্ডের ৬ জন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেয় ভারতীয় বোলাররা। একটা সময় তাঁদের স্কোর ছিল ৮ উইকেটের বিনিময়ে ১৯৭ রান। কিন্তু অষ্টম উইকেটের পতনের পর ফের ঘুরে দাঁড়ায় কিউয়িরা। টেলরের দুর্দান্ত ৭৩ রান এবং জেমিসনের অপরাজিত ২৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৭৩ রান তোলে নিউজিল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে যায় টিম ইন্ডিয়া টপ অর্ডার। মাত্র ৭১ রানের মধ্যে ৪ উইকেটের পতন ঘটে ভারতের। ৯৬ রানের মাথায় পড়ে যায় ৫ উইকেট। কিছুটা লড়াই দেখান শ্রেয়স আইয়ার। তিনি করেন ৫২ রান। শেষদিকে ভারতকে অপ্রত্যাশিতভাবে লড়াইয়ে ফেরান রবীন্দ্র জাদেজা এবং নবদীপ সাইনি। অপ্রত্যাশিতভাবে ৪৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন সাইনি। জাদেজা নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ৫৫ দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। অবশেষে ২৫১ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।