May 28, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

তারকেশ্বর বিধানসভা অন্তর্গত নন্দ কুঠির মাঠে নরেন্দ্র মোদীর জনসভা

তারকেশ্বর বিধানসভা অন্তর্গত নন্দ কুঠির মাঠে নরেন্দ্র মোদীর জনসভা আরামবাগ লোকসভা ও হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত যেসকল বিধানসভা গুলো আছে এবং যারা প্রার্থী মনোনীত হয়েছে ভারতীয় জনতা পার্টির তারা প্রত্যেকেই এই মাঠে উপস্থিত ছিলেন! তাদের নিজের বক্তব্য পেশ করেছেন! বিকেল তিনটের সময় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি আসেন প্রথমে তাকে অভিবাদন জানান তারকেশ্বর বিধানসভার প্রার্থী স্বপন দত্ত মহাশয় এবং পরে হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি তাকে বাবা তারকনাথের প্রতিমূর্তি তুলে দেন প্রধানমন্ত্রী হাতে! তার কিছুক্ষণ পর মোদী ভাষণ শুরু করেন!