December 11, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

তমসো মা জ্যোতির্গময়… করোনাকে হুঁশিয়ারি দেশবাসীর

শুভম করোতি কল্যানাম আরোগ্যাম ধনসম্পদাম শত্রুবুদ্ধি বিনাশায়াম দীপজ্যোতি নমস্তুতে। কাঁটায় কাঁটায় ঠিক রাত ৯টা। দীপ বন্দনার এই শ্লোকটিকেই সত্যি বানালেন ১২০ কোটি ভারতবাসী। কুঁড়ে ঘর হোক বা রাজমহল, বাগানওয়ালা বাংলো কিংবা বহুতল আবাসন, ঘরের আলো নিভেয়ে সবাই এলেন বারান্দায়। এক এক করে জ্বলে উঠল প্রদীপ, মোমবাতি, কিংবা মোবাইলের ফ্ল্যাশ লাইট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দীপ জ্বালাও’ কর্মসূচীর ডাকে সারা দিয়ে বিশ্বজুড়ে মিশাল কায়েম করলেন ভারতীয়রা।

সেলেব থেকে সাধারণ মানুষ, সকলেই সামিল হলেন। একসাথে প্রদীপ জ্বালালেন। আর কুর্নিশ জানালেন সেই সব মানুষদের যারা নিজেদের জীবনের তোয়াক্কা না করেই নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন নোভেলকরোনা ভাইরাসের মোকাবিলা করতে। দেশের প্রতিটি কোনা থেকে উঠে এল একতার চিত্র। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা সকলেই প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে দেশবাসীর উৎসাহ বৃদ্ধি করলেন।

বাদ গেলেননা সেলেবরাও। করোনার মতো ভয়াবহ পরিস্থিতির মোকাবিলায় এককথায় গোটা দেশ আজ আরও একবার প্রমান করল লড়াইটা সবার, আর এটা লড়ে জিতবও সবাইমিলে। একসাথে আছি, একসাথে থাকব।