ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রেমের সম্পর্ক নিয়ে উৎসাহের শেষ নেই ভক্তদের মধ্যে। আর সেই জল্পনা উস্কে দিলেন ভিকি নিজেই। যদিও এখনও পর্যন্ত ভিকি বা ক্যাটরিনা কেউ নিজের মুখে সম্পর্কের কথা স্বীকার করেননি, আবার সরাসরি নাকোচও করেননি সম্ভাবনা। আর এবার ভিকি স্বীকার করে নিলেন ডেটিং-এর সুন্দর অনুভূতির কথা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ডেটিংয়ের কোনও খারাপ দিকই নেই। বরং এটা খুব সুন্দর অনুভূতি।’
অবশ্য এবিষয়ে ক্যাটরিনা প্রসঙ্গে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি সাফ জানান ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে তিনি একেবারেই স্বচ্ছন্দ নন। জীবনের কিছু ভালো জিনিস সবার চোখের আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি ভিকির ছবি ভূত দ্যা হন্টেড শিপ-এর স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছিলেন ক্যাটরিনা কইফ। ছবিটিকে অসাধারণও বলেন তিনি।