
ফের চা-বাগানে ধরা পরল পূর্ণবয়স্ক চিতাবাঘ। ডুয়ার্সের বিন্নাগুড়ি চা বাগানে বনদপ্তর পাতা খাঁচায় ধরা পড়ে পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ।বেশ কিছুদিন থেকেই বাগানের মধ্যে চিতাবাঘের উপদ্রব লক্ষ্য করছিল বাগান কর্তৃপক্ষ, তাই বনদপ্তর এর কাছে আবেদন জানানো হয়েছিল বাঘ ধরার খাঁচা পাতার জন্য। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বনদপ্তর এর তরফে ছাগলের টোপ দিয়ে বাগানে পাতা হয়েছিল একটি খাঁচা। প্রায় ১৫ দিন পর রবিবার ভোরে সেই খাচাতেই ধরা পড়ে পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ। বনদপ্তর সূত্রের খবর বাগানের 3/4 নম্বর সেকশনের মাঝামাঝি জায়গায় এই বাঘ ধরার খাঁচা পাতা হয়েছিল। বেশ কিছু দিন থেকেই বাগানের মধ্যে চিতাবাঘের আনাগোনা লক্ষ করছিলেন বাগানের শ্রমিকরা। যার ফলে আতঙ্ক ছড়িয়ে ছিল বাগানে। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় প্রচুর শ্রমিক সেখানে ভিড় জমান বাঘ দেখতে। ইতিমধ্যে খাঁচাবন্দি চিতাবাঘকে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষন কেন্দ্রে নিয়ে যায় বনদপ্তর।
More Stories
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা
তাপদাহে পুড়ছে বাংলা, দিন বাড়ার সঙ্গে সঙ্গে চরম অস্বস্তিজনক আবহাওয়া
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন