September 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ডিডিএলজে-র প্রসংসায় ট্রাম্প, উল্লেখ করলেন শোলের নামও

সোমবার বেলা ১২টা নাগাদ ভারতে এসে পৌঁছন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে নামার পর, মার্কিন প্রেসিডেন্ট ও আমেরিকার ফার্স্ট লেডিকে অভ্যর্থনা বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবরমতী আশ্রম পরিদর্শন করে, মোতেরা স্টেডিয়ামের উদ্ধোধনে হাজির হন সস্ত্রীক ট্রাম্প। সেখানে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে ‘নমস্তে’ বলেই নিজের বক্তব্য শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা ভারতকে ভালবাসে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়ষী প্রশংসা করেন তিনি।

তবে উল্লেখযোগ্য বিষয় হল এদিন বলিউডের প্রশংসাও শোনা গেল ট্রাম্পের মুখে। বলিউড প্রসঙ্গে ব্লতে গিয়ে তিনি বলেন, প্রতি বছর প্রায় ২০০০ সিনেমা তৈরি হয় এই ইন্ডাস্ট্রিতে, যা অত্যন্ত গর্বের বিষয়। শুধু তাই নয়, ভারতে ‘ডিডিএলজে’ অর্থাত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র মতো সিনেমাও তৈরি করা হয় বলে প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। এসবের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের মুখে উঠে আসে শোলে, ভাংড়া এবং ভারতীয় সঙ্গীতের প্রশংসাও।

প্রসঙ্গত, এর আগে ভারত সফরে এসে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপ্রধান বারাক ওবামার মুখেও শনা গিয়েছিল ডিডিএলজে-র বিখ্যাত সংলাপ ‘ সেনোরিটা, বড়ে বড়ে দেশো মে…’