September 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ঠিকমত হচ্ছেনা রেশন বণ্টন, অভিযোগ বালুরঘাটের সাংসদের

কেন্দ্রের বরাদ্দ চাল এখনও জনসাধারণের মধ্যে বিলি করা হচ্ছে না বলে অভিযোগ তুললেন বালুরঘাট লোকসভার সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। পাশাপাশি গরিব কল্যান অন্ন যোজনায় রাজ্যবাসী বঞ্চিত কেন? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে জানতে চাইলেন সাংসদ। পাশাপাশি প্রধানমন্ত্রীকেও বিষয়টি অবগত করানো হয়। এদিকে শুক্রবার মুখ্যমন্ত্রী রেশনে খাদ্য সামগ্রী দেওয়া নিয়ে বেশ কিছু অভিযোগ পেয়েই খোদ খাদ্য সচিবকেই সরিয়ে দিয়েছেন। পাশাপাশি বিডিও বা তার প্রতিনিধি বা থানার আই সি বা তার প্রতিনিধির উপস্থিতিতে রেশন বিলি করবার কথা জানিয়েছেন। এখন দেখার কবে থেকে এই নয়া নির্দেশিকা জেলায় কার্যকর হয়ে জেলার রেশন গ্রহীতারা তাদের নায্য প্রাপ্য মত খাদ্য সামগ্রী ও কেরসিন তেল পান।

অপরদিকে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার অভিযোগ করেন, ‘কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে এফসিআইয়ের মাধ্যমে অতিরিক্ত চাল পাঠানো হয়েছে। রাজ্য সরকারের তরফে সেই চাল নিয়ে র‍্যাশন ব্যবস্থার মধ্য দিয়ে জনসাধারণের মধ্যে বিলি করার কথা। সে বিষয়ে কেন্দ্রের জারি করা নির্দেশিকার কপিও পেয়েছি আমরা। কিন্তু রাজ্য সরকার এখনও ওই চাল বিলির ব্যবস্থা করেনি। কেন করছে না, তাও বুঝতে পারছি না।’